ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি।।
সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৭ম দফা অবরোধের প্রথম দিন রবিবার (২৬ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপির আরো ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এরমধ্যে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সহ সভাপতি তাহের জামাল চৌধুরীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। তাছাড়া হালিশহর থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. বেলালকে হালিশহর থানা, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুমন, ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, যুবদল নেতা আবদুল করিমকে ডবলমুরিং থানা, চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব চৌধুরীকে চন্দনাইশ থানা, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম উদ্দিন ও মো. বেলালকে বিবির হাট এলাকায় মিছিল থেকে পাঁচলাইশ থানা, যুবদল নেতা রিয়াজ আরাফাতকে পাহাড়তলী থানা, পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহীন ও যুবদল নেতা মো. খোরশেদকে খুলশী থানা, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবরকে দেওয়ান হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডিবি, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আসিফকে সাতকানিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
এদিকে অবরোধের সমর্থনে রবিবার সকালে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হালিম শাহ আলমের নেতৃত্বে প্রবর্তক মোড়, গোল পাহাড় ও জিইসি এলাকায় মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। এতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জল, বিএনপি নেতা জানে আলম বাচা, যুবদল নেতা মো. জাবেদ, নাসির উদ্দীন পিন্টু, মো. সজীব, মো. বাবলু, ইমাম হোসেন, মো. জুয়েল। এছাড়া মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেলের নেতৃত্বে জামাল খান মোড়, আসকার দীঘির পাড় ও কাজীর দেউরী এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে প্রবর্তক মোড় ও গোলপাহাড় মোড় এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন কাদের, মহানগর জিয়া মঞ্চের আহবায়ক জহিরুল হাসান জীবন ও সদস্য সচিব কে এম শাহনূর সিদ্দিকী টিটোর নেতৃত্বে কদমতলী এলাকায় মহানগর জিয়া মঞ্চের মিছিল, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে রাতে কেরানি হাট এলাকায় উত্তর সাতকানিয়া বিএনপির মশাল মিছিল, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাসান রুবেলের নেতৃত্বে আগ্রাবাদ সিডিএ এলাকায় মিছিল করেছে।
তাছাড়া পাহাড়তলী থানা মহিলা দলের উদ্যোগে পিসি রোড়ে মিছিল, মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন ও পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজুর নেতৃত্বে অলংকার সিডিএ মার্কেট ও ডিটি রোড এলাকায় পাহাড়তলী ও খুলশী থানা যুবদলের মিছিল, কোতোয়ালী থানা যুবদলের আহবায়ক নুর হোসেন নুরুর নেতৃত্বে খাতুনগঞ্জ এলাকায় যুবদলের মিছিল, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মো. আলী শাকির নেতৃত্বে আতুরার ডিপু এলাকায় থানা যুবদলের মিছিল, নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জাহাঙ্গীর আলম বাবু ও বায়েজিদ থানা যুবদলের সদস্য সচিব মনজুর আলম মঞ্জুর নেতৃত্বে অক্সিজেন কুয়াইশ সড়কে বায়েজিদ থানা যুবদলের মিছিল, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে কাজীর দেউরী এলাকায় মিছিল, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আলম শফির নেতৃত্বে বিবির হাট এলাকায় থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, আকবর শাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াস খাঁনের নেতৃত্বে একে খান মোড় ও ইস্পাহানি রেল গেইট এলাকায় থানা যুবদলের মশাল মিছিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে রাতে প্রবর্তক এলাকায় যুবদলের মশাল মিছিল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মো. ইসমাইলের নেতৃত্বে প্রবর্তক ও ২নং গেইট এলাকায় মিছিল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মাহমুদুর রহমান বাবুর নেতৃত্বে মুরাদপুর হাটহাজারী সড়কে মিছিল, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর শাহেদ খাঁন রিপনের নেতৃত্বে মোহসেন আউলিয়া সড়কে মশাল মিছিল, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফয়েজ লেক এলাকায় মিছিল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল, পাহাড়তলী ডিটি রোডে থানা ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আবীরের নেতৃত্বে মিছিল, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু ও যুগ্ম আহ্বায়ক সেকান্দর হোসেন নয়নের নেতৃত্বে কক্সবাজার সড়কে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।