কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি॥
ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের ধাক্কায় আব্দুর জব্বার (৫৫) ও মো. হাসনাইন (৬) নামের রিক্সার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাগর নামের একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার লাঙ্গলখালী এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর জব্বার লালমোহন পৌর ৭ নং ওয়ার্ডের করম আলীর ছেলে, ও হাসনাইন পৌরসভা ৫ নং ওয়ার্ডের ভুট্টর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক সিটিং সার্ভিস নামের একটি যাত্রীবাহি বাস চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা ১১ টার দিকে লালমোহন উপজেলার লাঙ্গলখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এলে পথচারীদের বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশার ওই দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় নাগর নামে আহত একজনকে লালমোহন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।
লালমোহন থানার ওসি তদন্ত এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রিক্সাটিকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।