দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ সিনেমা মুক্তি পাচ্ছে ২২ ডিসেম্বর। বিশ্বব্যাপী এ দিন মুক্তি পেলেও একদিন আগে অর্থাৎ ২১ ডিসেম্বর মুক্তি পাবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
প্রশান্ত নীলের পরিচালনায় ধামাকা নিয়ে ফিরবে এই ছবি।
এদিকে ভারতে মুক্তির একদিন আগেই অর্থাৎ ২১ ডিসেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এরইমধ্যে সেই তারিখের অগ্রিম টিকিট বুকিংও শুরু হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির আয় ২ লাখ ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে নির্মাতা প্রশান্ত নীলের সিনেমা ‘কেজিএফটু’ বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। তাই ‘সালার’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।
তবে শাহরুখের সিনেমা ‘ডাঙ্কি’র সঙ্গে ধাক্কা লাগারও সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। দুটি সিনেমা দারুনভাবে উপভোগ করবেন সিনেমাপ্রেমীরা।
সিনেমায় প্রভাসকে দেখা যাবে রামের ভূমিকায়। আরও থাকছেন শ্রুতি হাসান, মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন।