বায়ার্ন মিউনিখের হয়ে একের পর এক গোল করেই চলেছেন হ্যারি কেইন। এবার কোলনের বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন তিনি। এ নিয়ে টানা ৪ ম্যাচে গোলের দেখা পেলেন সাবেক টটেনহ্যাম তারকা।
শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় কোলন ও বায়ার্ন মিউনিখ। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় বায়ার্ন। দলের হয়ে একমাত্র গোলটি করেন ৩০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন।
ম্যাচের ২০ মিনিটে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন কেইন। তাতেই বায়ার্ন পেয়ে যায় লিড গোলের দেখা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় পায় বায়ার্ন। ম্যাচটিতে আরও কয়েকটি গোলের সুযোগ আসলেও সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি।
এ দিকে আগের ম্যাচে জোড়া গোলে দলকে টেবিলের শীর্ষে তুললেও জায়গা ধরে রাখতে পারেনি বায়ার্ন। কোলনের বিপক্ষে জিতেও ১১ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্লাবটি। আর ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রযেছে বায়ার লেভারকুসেন।