নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া, সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।