Homeখেলাইউরোতে জায়গা নিশ্চিত করলো যারা

ইউরোতে জায়গা নিশ্চিত করলো যারা

আগামী বছরের ১৪ জুন জার্মানিতে বসবে ইউরোর আসর। এরই মধ্যে ওই আসরের জন্য ২৪ দলের মধ্যে ২১ দল তাদের জায়গা নিশ্চিত করেছে।

চলতি সপ্তাহে শেষ হয়েছে ইউরো বাছাইপর্বের সকল গ্রুপের খেলা। শেষ সপ্তাহেও বেশকিছু দল ইউরো চ্যাম্পিয়নশিপে সরাসরি খেলা নিশ্চিত করেছে। আর এরই মধ্যে নিশ্চিত হয়েছে সরাসরি জায়গা পাওয়া ২০ দল। ফলে স্বাগতিক জার্মানিসহ ২১ দল নিশ্চিত হয়েছে। আর কোয়ালিফাই থেকে আসবে ৩টি দল।

ইউরোয় জায়গা নিশ্চিত করা ২০ দল: 
বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, অস্ট্রিয়া, ইংল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আলবেনিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, রোমানিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া, ইতালি, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, স্লোভেনিয়া।

স্বাগতিক হিসেবে সরাসরি ইউরোতে খেলবে জার্মানি।

প্লে অফ খেলবে: 
ইউক্রেন, পোল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, গ্রিস, ইসরায়েল, বসনিয়া, জর্জিয়া, কাজাখস্তান, লুক্সেমবার্গ ও এস্তোনিয়া।

সর্বশেষ খবর