Homeরাজনীতিজাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সভা বৃহস্পতিবার

জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সভা বৃহস্পতিবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কান্ডারি কারা হচ্ছেন তা ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। চলবে টানা তিন দিন।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বৈঠক বসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব মনোনয়ন বোর্ডের সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।

প্রথম দিনের বৈঠকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হবে।

সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য যারা:

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন সভাপতি হিসেবে রয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। সদস্য হিসেবে রয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম ও দীপু মনি।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৩৩৬২টি। সিইসি তফসিল ঘোষণার পরই দলের মনোনয়নপত্র বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। চারদিন ধরে চলা বিক্রি শেষ হয়েছে মঙ্গলবার।

৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হয়েছে তিন হাজার ৩৬২টি। তবে মনোনয়নপত্র বিক্রি শেষে হলেও আসন্ন ভোটে নৌকার কাণ্ডারি কারা হবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

মনোনয়ন বোর্ডের সভার পর নৌকার প্রার্থীদের নাম জানা যাবে।

Exit mobile version