এখন থেকে মনোনয়ন ফরম কিনতে গাড়ি কিংবা মোটরসাইকেল শোডাউন করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ছয় দিন পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তৎপর হতে দেখা গেলো নির্বাচন কমিশনকে (ইসি)।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বুধবার (২২ নভেম্বর) সাংবাদিকদের জানান, মননোয়ন ফরম কেনার সময় পার্টি অফিসে রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়বে না। তবে কেউ ফরম কিনতে গিয়ে গাড়ি ও মোটরসাইকেল শোডাউন করতে পারবেন না।
যদিও এরই মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল তাদের মনোনয়ন ফরম কেনার পর্ব শেষ করেছে। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অধিকাংশ প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়ার সময় বড় শোডাউন দেখিয়েছেন। জানান দিয়েছেন নিজেদের শক্তির।
ইসির বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর এসব কার্যকলাপ আচরণবিধি লঙ্ঘনের শামিল।
এদিকে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীরা এখন নিজেদের দলের জন্য ভোট চাইতে পারবেন; তবে সুনির্দিষ্ট কোন প্রার্থীর জন্য প্রচারণা চালাতে পারবেন না।
এছাড়া, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া নির্বাচন কমিশন প্রশাসনে কোন ধরনের রদবদল করবে না বলেও জানান ইসি কমিশনার।