Homeরাজনীতিনির্বাচনের ফুল ফুটতে শুরু করেছে: ওবায়দুল কাদের

নির্বাচনের ফুল ফুটতে শুরু করেছে: ওবায়দুল কাদের

কোনো ষড়যন্ত্রে নির্বাচন ভণ্ডুল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২২ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্র সফল হবে না। নির্বাচনের ফুল ফুটতে শুরু করেছে। নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা পর্যন্ত শত ফুল ফুটতে থাকবে। কোনো চিন্তা করবেন না।

এ সময় নাশকতা এবং অপপ্রচারে নির্বাচন ঠেকানো যাবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নাশকতা ঠেকানো এবং অপপ্রচার প্রতিহত করতে হবে। কারণ নাশকতা এবং অপপ্রচার বিএনপির প্রধান অস্ত্র।

বিদেশিদের নিয়ে মাথা ঘামানো ঠিক হবে না জানিয়ে তিনি বলেন, তারা হামাস আর ইসরাইল নিয়ে ব্যস্ত আছে। আর কে ভিসানীতি দিলো এসব নিয়ে মাথাব্যথা নেই। আমাদের মাথাব্যথা দেশের জনগণ নিয়ে।

বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি মুক্তিযুদ্ধে বিজয় হবে বলে জানান তিনি।

Exit mobile version