বলিউডের হার্টথ্রব নায়ক শহিদ কাপুর। তার অভিনয় আর নাচের ঝলকে মুগ্ধ হন ভক্তরা। এবার ঘটল অবাক করা এক ঘটনা তাও আবার মঞ্চে সকলের সামনে!
মঞ্চে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে নাচছিলেন শহিদ কাপুর। তখন তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও স্লিভলেস টি-শার্ট। চোখে কালো চশমা।
নাচতে নাচতে হঠাৎ পড়ে যান শহিদ কাপুর। কিন্তু তা সামলিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে ফের নাচতে শুরু করেন তিনি। মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
হিন্দুস্তান টাইমস এর খবরে জানা যায়, ভারতের গোয়ায় শুরু হয়েছে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বলিউডের অনেক তারকা। এ তালিকায় ছিলেন শহিদ কাপুরও। নাচতে নাচতে কখন মঞ্চের কিনারে চলে যান বুঝতে পারেননি। আর এ কারণে পড়ে যান শহিদ কাপুর।
‘কবীর সিং’ দিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছান তিনি। চলতি বছরের জুনে মুক্তি পায় শহিদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’ সিনেমা। তবে এটি খুব বেশি সাড়া ফেলতে পারেনি।