আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। (২১ নভেম্বর ) মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১ তেলপাম্পসহ ৪ ওষুধ ফার্মেসী মালিক কে ১২ হাজার টাকা জরিমানা করেন।যার মধ্যে রয়েছে, পৌর শহরের হাসপাতাল মোড়ের সর্দার ফার্মেসী,আলামপুর ফার্মেসী,খন্দকার ফার্মেসী ও রহমান ফার্মেসী। এ ছাড়া পালপাড়া মোড়ের কোটচাঁদপুর ফিলিং স্টেশনের মালিক কে জরিমানা করেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও তেলের মুল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অপরাধে জরিমানা আদায় করা হয়।
বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উছেন মে,ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মনিরুজ্জামান প্রমুখ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত মডেল থানা পুলিশের একটি চৌকস দল সহ উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।