নাটোরে ৩৫ বছরের অজ্ঞাত এক নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। এ সময় আসামিদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোর সদর উপজেলার উলুপুর এলাকার বেলাল হোসেন ও তার স্ত্রী জোসনা খাতুন জেসমিন। রায় দেয়ার সময় জেসমিন আদালতে উপস্থিত থাকলেও ঘটনার পর থেকে বেলাল পলাতক রয়েছেন।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১০ সালের ১১ জানুয়ারি ট্রাকচালক বেলালের শ্বশুরবাড়ি সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার একটি বাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ওই নারীর মরদেহের পাশ থেকে বেলালের স্ত্রী জেসমিনের ব্যাগ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ জেসমিনকে গ্রেফতার করলেও ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বেলাল।
এ ঘটনায় নাটোর থানার তৎকালীন উপ-পরিদর্শক নূরুজ্জামান বাদী হয়ে বেলাল হোসেন ও তার স্ত্রী জোসনা খাতুন জেসমিনকে অভিযুক্ত করে নাটোর থানায় হত্যা ও ধর্ষণ মামলা দয়ের করেন। আদালত সাক্ষী প্রমাণ শেষে আজ এই রায় দেন।