বলিউড ভাইজানের সিনেমা দেখতে ভক্তরা অপেক্ষায় থাকেন। ‘টাইগার ৩’র ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছিল। এবার এই সাফল্যের মাঝেই সালমান খান আভাস দিলেন ‘টাইগার-৪’ আসছে।
সালমান জানান, ‘টাইগার-৪’ আসছে। নায়কের কথায় বোঝা গেল, নতুন ছবিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফ দুজনেই থাকছেন।
সালমান বলেন, ‘আপনারা টাইগার-১ থেকে টাইগার-৩ দেখলেন তাও আমার ৫৭ বছর বয়সে, এবার ৬০ বছর বয়সে ‘টাইগার-৪’ দেখার জন্য প্রস্তুত হন।’
ভাইজানের বয়স ৬০ হলেই টাইগার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি আসবে বলেই ধারণা করা হচ্ছে।
মণীশ শর্মা পরিচালিত এই সিনেমা বিশ্বব্যাপি বক্স অফিসে ৩০০ কোটি আয় পার করেছে। ভারতীয় বক্স অফিসে ছবিটি ২১৪.২৫ কোটি টাকা আয় করেছে।
উল্লেখ্য, ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর আজ মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিলেন সালমানভক্তরা। সিনেমাটিতে সালমান ও ক্যাটরিনা ছাড়াও আরও অভিনয় করেছেন আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে।