ইসরাইলি বাহিনী গাজায় ‘পরিকল্পিত গণহত্যা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছে স্পেন। এ জন্য ইসরাইলের ওপর বিশ্বের বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রী ইয়ন বেলারা।
ইয়ন বেলারা ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বনেতাদের দ্বিমুখী নীতির নিন্দা জানিয়ে বলেছেন, ‘বিশ্বনেতারা ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানালেও, ইসরাইলের বোমাবর্ষণের ব্যাপারে নীরবতা পালন করছে।’
বুধবার (৮ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের এ পরিকল্পিত গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে। কেন আমরা অন্যান্য সংঘাতে মানবাধিকারের কথা বলব আর এখানে (গাজায়) বিশ্ব কেবল ভয়ানক নৃশংসতা দেখে যাবে? সেখানে হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে। তাদের মায়েরা এসব হত্যার দৃশ্য দেখে চিৎকার করছে।
ইয়ন বেলারা বলেন,
অনেক দেশ এবং অনেক রাজনৈতিক নেতা যারা কিছু করতে পারতেন (গাজা ইস্যুতে), তারা এখন নীরব। আমি যেসব বিষয়ে জানি শুধু তা নিয়েই কথা বলি, যেমন ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি যা করছে তা ভন্ডামি ছাড়া কিছুই নয়। এটি গ্রহণযোগ্যও নয়।
তিনি জোর দিয়ে বলেন, গাজায় হামলার প্রতিবাদে স্পেন ও অন্যান্য দেশের ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত।
উল্লেখ্য, অবরুদ্ধ গাজায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ৬ হাজারের নারী ও শিশু।
এছাড়া আহত হয়েছেন অন্তত ২৭ হাজার মানুষ। নিখোঁজ রয়েছেন আড়াই হাজারের বেশি।