Homeআন্তর্জাতিকগাজায় ভাসমান হাসপাতাল পাঠালো ইতালি

গাজায় ভাসমান হাসপাতাল পাঠালো ইতালি

যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ভাসমান হাসপাতাল পাঠিয়েছে ইতালি। এতে ১৭০ চিকিৎসাকর্মীর পাশপাশি জরুরি সেবা দিতে ৩০ জন প্রশিক্ষিত জনবল রয়েছেন। খবর রয়টার্সের।

বুধবার (৮ নভেম্বর) পশ্চিম ইতালির সিভিটাভিকিয়া বন্দর থেকে জাহাজটি গাজার উদ্দেশে রওনা দিয়েছে।

এক মাস পার হয়ে গেলেও গাজায় এখনো থামছে না ইসরাইলি আগ্রাসন। নিরীহ ফিলিস্তিনিদের ওপর অব্যাহত বোমাবর্ষণের পাশাপাশি খাদ্য, পানি, জ্বালানি এবং ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। এ পরিস্থিতিতে বিমান হামলাসহ জ্বালানি ও ওষুধ সংকটে গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ১৬টি হাসপাতাল ও ৭২টি ক্লিনিকের মধ্যে ৫১টি বন্ধ হয়ে গেছে। আহত গাজাবাসীকে সহায়তার জন্য ভাসমান এ হাসপাতালটি পাঠিয়েছে ইতালি।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো বলেছেন, ‘আমরা সত্যিকার অর্থে কিছু করতে চাই। আর সেজন্যই এ ভাসমান হাসপাতাল পাঠাচ্ছি। ফিল্ড হাসপতাল তৈরির জন্য কিছু সরঞ্জাম রয়েছে। আমরা সরাসরি গাজায় গিয়ে কাজ করতে চাই।’

অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৪ হাজারের বেশি শিশু। এছাড়া আহত হয়েছেন ২৭ হাজার। নিখোঁজ রয়েছেন আড়াই হাজারের বেশি।

Exit mobile version