Homeখেলানেইমারের সদ্যোজাত সন্তানকে অপহরণের চেষ্টা, বান্ধবীর বাসায় ডাকাতি

নেইমারের সদ্যোজাত সন্তানকে অপহরণের চেষ্টা, বান্ধবীর বাসায় ডাকাতি

সময়টা ভালো যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। গোড়ালির চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। এর মধ্যে তার সদ্যোজাত কন্যা সন্তানকে নিয়ে ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা।

নেইমারের বান্ধবী ব্রুনার বাড়িতে ঘটেছে ডাকাতির ঘটনা। এমন সময় তিন ডাকাত তাদের সদ্যোজাত কন্যা সন্তানকে অপহরণের চেষ্টা করে।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, সাও পাওলোর মেট্রোপলিটনের কোটিয়াদে থাকেন নেইমারের বান্ধবী ও সন্তানের মা ব্রুনা। মঙ্গলবার ( ৭ নভেম্বর) ব্রাজিলের স্থানীয় সময় ভোরে ব্রুনার বাড়িতে প্রবেশ করে তিন জন সশস্ত্র ডাকাত। সেই বাড়িতে থাকা সদস্যদের বারবার জিজ্ঞাসা করা হয় ব্রুনা এবং সেই সদ্যোজাত কোথায় রয়েছেন। এসময় ব্রুনার বাবা ও মায়ের হাত-মুখ বেঁধে লুটপাটও চালিয়েছে ডাকাত দল। টাকা পয়সার ব্যাগ, ঘড়ি, গয়না নিয়ে তারা পালিয়ে যায়।

তবে ডাকাতদের চিহ্নিত করতে খুব বেশি সময় লাগেনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের সনাক্ত করেছে সেখানকার আইনশূঙ্খলা বাহিনী।

ব্রাজিলের মিউনিসিপাল সিভিল গার্ড (জিসিএম)জানিয়েছে, ডাকাতদের মধ্যে একজন সেখানকারই বাসিন্দা। যেই গাড়িটি করে তারা ব্রুনার বাড়িতে আসেন, সেটি ওই অঞ্চলের এক বাসিন্দার। সেই গাড়ির মালিককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, গাড়িটি তিনি তার ছেলেকে দিয়েছিলেন। এরপর তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি স্বীকার করে নেন, তারা ডাকাতি করার চেষ্টা করেছেন। তবে নেইমারের সন্তান অপহরণের চেষ্টা নিয়ে কোনো কিছু জানায়নি তারা।

নিজের বাড়িতে ডাকাতির ঘটনার পরই সামাজিক মাধ্যমে ব্রুনা লেখেন, ‘আমার মা-বাবাকে বেঁধে রেখে ভোরে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। আমি, আমার সন্তান আর আমার বোন সেখানে আর থাকি না। ঘটনার সময়েও ছিলাম না। ঈশ্বরের ইচ্ছায় আমরা সবাই ভালো আছি। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা সকলেই ধরা পড়েছে।’

Exit mobile version