জনগণ যদি বিভিন্ন কাজে এগিয়ে আসে তবে পুলিশের জন্য কাজ করা সহজ হয়ে যায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি ) কমিশনার হাবিবুর রহমান।
বুধবার (৮ নভেম্বর) ডিএনসিসির নগর ভবনে আয়োজিত ডিএনসিসি এলাকায় স্মার্ট অন স্ট্রিট পার্কিংয়ের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন,
সরকার ও জনগণের উভয়পক্ষের সমন্বিত কাজই যেকোনো পরিবর্তন আনতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক্যাল লিডারশিপের কারণে আজ আমরা এ উন্নয়ন প্রকল্পগুলো পাচ্ছি এবং তার ফল ভোগ করছি।
স্মার্ট বাংলাদেশের স্মার্ট অ্যাপ আমাদের যানজট নিরসনে ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, ‘স্মার্ট পার্কিংয়ে অনেক কিছুর সমন্বয়ে কাজ করেছে। সমন্বিত আয়োজন সমন্বিত কাজ আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।’
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি আর আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যাচ্ছে ধ্বংসের দিকে।’
তিনি বলেন,
আমরা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে উন্নয়নের ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছি আর বিএনপি ব্যস্ত নৈরাজ্য ও সহিংসতায়। বিএনপি সব ধরনের অন্যায়ের পরও তাদের কাছেই প্রোপাগান্ডা মেশিন। অন্যায় করে উল্টো তারাই প্রোপাগান্ডা ছড়ায়। আর এতে করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষ কনফিউজড হয়ে যায়।
একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপিকে অনেকে বিরোধী দল বলে, বিএনপি আমাদের বিরোধী দল না। আমাদের বিরোধী দল হলো জাতীয় পার্টি। বিএনপি জনবিচ্ছিন্ন একটি দল। বিএনপি আবার নতুনভাবে জঙ্গিবাদ শুরু করেছে, দেশে নৈরাজ্য শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। আমরা সেই লক্ষ্যমাত্রার প্রায় ৮০ শতাংশ অর্জন করতে পেরেছি। আজ প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলছেন। কোথা থেকে কোথায় দেশকে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু দেখলাম, নদীর নিচে টানেল দেখলাম— যা বলেন তার সব করেন প্রধানমন্ত্রী।’