আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কর্নেল তাহেরসহ অসংখ্য মুক্তিযোদ্ধা এবং সৈনিক হত্যা করেছেন জিয়াউর রহমান। সেই জিয়ার উত্তরসূরিরা দেশে আবারও চেপে বসতে চায়।
মঙ্গলবার (৭ নভেম্বর) মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান কর্নেল তাহেরকে বাঁচতে দেয় নাই। ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল। কত সৈনিক কত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, নাশতা করতে করতে ফাঁসির আদেশ দিয়েছে। সেই জিয়াউর রহমানের উত্তরসূরিরা আজকে বাংলাদেশে আবার চেপে বসতে চায়। বাংলার গণতন্ত্রকে তারা ধ্বংস করতে চায়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ভোট চুরি বিএনপির ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই জিয়া হত্যা ষড়যন্ত্রের রাজনীতি চালু করেছে, আর তার উত্তরসূরিরা আগুন-সন্ত্রাস চালু করেছে।
বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি স্থগিতেরও সমালোচনা করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ৭ নভেম্বর বিএনপির জাতীয় দিবস। তাদের দিবসে কর্মসূচি স্থগিত করে যে দল, তারা কাপুরুষ। এই কাপুরুষদের কাছে কি রাজনীতি মানায়, প্রশ্ন রাখেন তিনি।
বিএনপি নিজেরাই নিজেদের ক্ষতি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘২৮ তারিখ শেখ হাসিনার পতন নয়, আপনাদের পতন হয়ে গেছে। বিএনপিকে দিয়ে কোনো আন্দোলন হবে না। এদের আন্দোলন ভুয়া, ভুয়া, ভুয়া।’
এ সময় অপরাধীদের পক্ষে কথা না বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোন ইউনিয়ন, কী বিবৃতি দিলো তাতে কিছু যায় আসে না। আমার দেশের অপরাধ, আমরা বিচার করবো।’