Homeআন্তর্জাতিকজন্মদিনে ‘উপহার’ পেলেন গ্রেনেড, বিস্ফোরণে মেজর নিহত

জন্মদিনে ‘উপহার’ পেলেন গ্রেনেড, বিস্ফোরণে মেজর নিহত

জন্মদিনে বিভিন্ন উপহার পেয়েছিলেন তিনি। কিন্তু এসব উপহারের মধ্যে একটি বাক্সে লুকানো ছিল গ্রেনেড। আর উপহার দেখতে গিয়ে সেই গ্রেনেড বিস্ফোরণেই নিহত হয়েছেন এক মেজর।

সোমবার (৬ নভেম্বর) মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ইউক্রেনে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, জন্মদিনের উপহারের মধ্যে থাকা একটি গ্রেনেড বিস্ফোরণে ইউক্রেনীয় সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফের ঘনিষ্ঠ উপদেষ্টা নিহত হয়েছেন।

জেনারেল ভ্যালেরি জালুঝনি টেলিগ্রাম পোস্টে বলেছেন,

আমার সহকারী এবং ঘনিষ্ঠ বন্ধু মেজর গেন্নাদি চাস্তিয়াকভ তার জন্মদিনে নিহত হয়েছেন। তার পাওয়া উপহারগুলোর মধ্যে একটিতে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো টেলিগ্রাম পোস্টে বলেন,

চাস্তিয়াকভ তার ছেলেকে উপহারের বাক্সগুলো দেখাচ্ছিলেন। ওই উপহারের একটি বাক্সের ভেতর গ্রেনেড ছিল। প্রথমে গ্রেনেডটি তার ছেলের হাতে ছিল, এরপর তিনি তার ছেলের হাত থেকে গ্রেনেডটি কেড়ে নেয়ার সময়ই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

তিনি জানান, মেজর গেন্নাদি চাস্তিয়াকভের এক সহকর্মীই গ্রেনেড ‘উপহার’ দিয়েছিলেন। ইতোমধ্যেই পুলিশ তাকে শনাক্ত করেছে।

এছাড়া একই ধরনের আরও দুটি গ্রেনেড জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন মেজর গেন্নাদি চাস্তিয়াকভ।

সর্বশেষ খবর