Homeআন্তর্জাতিকমিসাইল হামলা: অত্যাধুনিক রুশ জাহাজ ডুবিয়ে দিলো ইউক্রেন!

মিসাইল হামলা: অত্যাধুনিক রুশ জাহাজ ডুবিয়ে দিলো ইউক্রেন!

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার জালিভ জাহাজঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে ক্ষেপণাস্ত্রবাহী অত্যাধুনিক একটি রুশ জাহাজ ডুবিয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেন। গত ৪ নভেম্বর সন্ধ্যায় এমন দাবি করেন ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক। তবে তিনি জাহাজটির নাম উল্লেখ করেননি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইনসাইডার।

মাইকোলা ওলেশচুক বলেছেন, ‘রুশ অধিকৃত ক্রিমিয়ার জালিভ জাহাজঘাঁটিতে ইউক্রেন হামলা চালিয়েছে।’

ওলেচশকু আরও বলেন, ‘রাশিয়ার জালিভ জাহাজঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ রয়েছে; যা ক্যালিবার ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম।’

ধারণা করা হচ্ছে, জাহাজঘাঁটিতে হামলা চালানোর জন্য ইউক্রেন ফ্রান্সের দেয়া এসসিএএলপি মিসাইল ব্যবহার করেছে। এই মিসাইল ‘স্ট্রর্ম শ্যাডো মিসাইল’ নামেও পরিচিত।

অ্যান্টন গেরাশেঙ্কো নামে ইউক্রেনীয় এক কর্মকর্তা এক্সে (সাবেক টুইটার) এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে একটি জাহাজঘাঁটিতে বিশাল অগ্নিশিখা দেখা গেছে।

এদিকে ইউক্রেনের হামলার কথা স্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন জাহাজঘাঁটিতে ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর মধ্যে ১৩টি মিসাইল প্রতিহত করা হয়েছে।

সর্বশেষ খবর