মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বরে কীর্তিনাশা নদীর উপর নির্মিত ব্রীজ উদ্বোধন হওয়ায় উপজেলার ৫ ইউনিয়নের প্রায় লক্ষাধিক লোকের অর্ধশত বছরের দুর্ভোগ লাগব হয়েছে।
এই ব্রীজের অভাবে নড়িয়া উপজেলার ভোজেশ্বর , জপসা, নশাসন, মোক্তারের চর ও রাজনগর ইউনিয়নের লক্ষাধিক লোক গত ৫০ বছর ধরে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। মঙ্গলবার বেলা ১১ টায় ব্রীজটি উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। উভয় পাশে ৫১১ মিটার দীর্ঘ এপ্রোচসড়কসহ ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯৯ মিটার দীর্ঘ ব্রীজটি উদ্বোধন হওয়ায় শরীয়তপুর জেলা সদরের সাথে নড়িয়া উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক লোকের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হলো। এসময় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বের মানুষ আজ উন্নয়নের যাদুকর হিসেবেই চিনে।
উন্নয়ন আর সুশাসনের কারণেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। উপমন্ত্রী শামীম বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মানিবক, কল্যাণকর ও সুদক্ষ নেতৃত্বের কারণে গত দেড় দশকে বাংলাদেশ এক অভূতপূর্ব উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় ধারাবাহিভাবে এগিয়ে চলেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে বিশে^র দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।
এসময় জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাজী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।