মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা, সফল সমিতি ও সমবায় উদ্যোক্তাদের সম্মাননা স্মারক এবং গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল, উপজেলা সমবায় অফিসার মো. হারুনুর রশীদ, সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দীন ফারুকী, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানসহ সমবায় সমিতির সদস্যবৃন্দ।