গাজায় গুরুতর আহত রোগীবোঝাই অ্যাম্বুলেন্স বহরে ন্যক্কারজনক হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার।
শুক্রবার (৩ নভেম্বর) গাজার আল শিফা হাসপাতালের সামনে বিমান হামলা চালানো হয়। এ সময় গুরুতর আহতদের অন্যত্র নেয়ার সময় হামলায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, প্রায় ১৫ থেকে ২০ জন গুরুতর আহত রোগীকে রাফাহ ক্রসিং দিয়ে সরিয়ে নেয়ার চেষ্টা চলছিল। তবে অ্যম্বুলেন্স বহরে হামলায় প্রাথমিক তথ্যমতে ১৩ জন নিহতের খবর পাওয়া যায়। এরপর নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে বলে জানান তিনি।
অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তবে তাদের দাবি হামলার শিকার অ্যাম্বুলেন্স হামাস যোদ্ধারা ব্যবহার করছিল।
নৃশংস এ হামলার পর জাতিসংঘ মহাসচিব বলেন, আল শিফা হাসপাতালের গেটের সামনে একটি অ্যাম্বুলেন্স বহরে হামলার ঘটনায় আমি আতঙ্কিত।
তিনি বলেন, হাসপাতালের সামনে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের চিত্র খুবই দুঃখজনক।
গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ করতে হবে বলেও জাতিসংঘ প্রধান উল্লেখ করেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৯৯ জনে। নিহতদের মধ্যে ৯ হাজার ১৫৫ জনই গাজার এবং বাকি ১৪৪ জন ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের। এছাড়া, ইসরাইলি হামলায় আহত হয়েছে অন্তত ২৬ হাজার ২০০ জন। আহতদের মধ্যে ২৪ হাজার জন গাজার অধিবাসী, বাকিরা পশ্চিম তীরের।