গাজায় নির্বিচারে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞকে একতরফা সমর্থন দিতে ব্যস্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্ব। এবার এর বিরুদ্ধে দাঁড়ালেন ব্রিটিশ রাজনীতিবিদ জেরেমি করবিন। ইসরাইলি বর্বরতার প্রতিবাদে রাস্তায় নেমে আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন তিন। খবর পলিটিকোর।
ইসরাইলি নৃশংসতায় প্রতিনিয়ত মৃত্যুভয় তাড়িয়ে বেড়াচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। ইসরাইলি বাহিনীর বর্বরতা দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। এরমধ্যে তেল আবিবকে পশ্চিমা বিশ্বের একতরফা সমর্থনে যেনো গাজায় ধ্বংসের খেলায় মেতে উঠেছে দখলদার বাহিনী।
যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও অকুণ্ঠ সমর্থন দিয়ে ইসরাইলের পাশে দাঁড়িয়েছে। তেল আবিবে গিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে চলমান হামাস-ইসরাইল সংঘাত আরও উসকেদেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তবে ইসরাইলকে এভাবে একচেটিয়া সমর্থনের বিরুদ্ধে দাঁড়ালেন ব্রিটিশ রাজনীতিবিদ জেরেমি করবিন। তেল আবিবকে সমর্থন দেয়ায় ব্রিটিশ সরকারকে তুলোধুনা করেন ঐতিহ্যবাহী লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে গাজায় নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে রাস্তায় নামেন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অংশ নেন বিক্ষোভ-সমাবেশে।
জেরেমি করবিন বলেন, পশ্চিম তীর, গাজা কিংবা শরণার্থী শিবিরের মানুষগুলোর জন্য হলেও রাজনৈতিক নেতাদের বলছি, যুদ্ধাপরাধকে ক্ষমা করবেন না।
নিরীহ ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার জেরেমি অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানান।
১৯৮৩ সাল থেকে টানা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়ে আসছেন জেরেমি করবিন। ২০১৫ থেকে ২০২০ এই পাঁচ বছর লেবার পার্টির প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।