এবারের বিশ্বকাপের আয়োজক ভারত টুর্নামেন্টের সবচেয়ে বড় দাবিদারও। পাঁচ ম্যাচের সবগুলোতেই দাপটের সঙ্গে জিতেছে তারা। রোহিত শর্মার দলের এই অপ্রতিরোধ্য যাত্রায় সবচেয় বড় অবদান বিরাট কোহলির। ব্যাট হাতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন কোহলি। ভারতীয় এই সাবেক অধিনায়কের ব্যাটিং দেখে মুগ্ধ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তাকে তুলনা করছেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির সঙ্গে।
দারুণ একটা বিশ্বকাপ কাটাচ্ছেন বিরাট কোহলি। ৫ ইনিংসে ব্যাট করে ১১৮ গড়ে করেছেন ৩৫৪ রান। একটি শতক ছাড়াও হাঁকিয়েছেন তিনটি অর্ধশতক। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে কুইন্টন ডি কক ছাড়িয়ে যাওয়ার আগে কোহলিই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক।
কোহলিতে দারুণ মুগ্ধ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তুলনা টানছেন মেসির সঙ্গে।
মেসি যেমন বিশ্বকাপের মঞ্চে নিজের সেরাটা উপহার দিয়েছেন, তেমনই কোহলিও সেরাটা বিশ্বকাপেই দেখাচ্ছেন। বড় খেলোয়াড়রা বড় মঞ্চের জন্যই সেরাটা জমিয়ে রাখেন বলে মনে করেন ভন। গত ডিসেম্বরে কাতারের মাটিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন মেসি। দলের পক্ষে সর্বোচ্চ ৭ গোল তিনিই করেন, যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ।
মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে শিরোপা জিতলেও কোহলি বিশ্বকাপ জিতেছেন আগেই। ২০১১ সালে নিজের প্রথম বিশ্বকাপে তিনি অবশ্য ছিলেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ, গৌতম গম্ভীরদের ছায়ায়। এবারের কোহলি দলের অভিজ্ঞতমদের একজন।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে ‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামের পডকাস্টে ভন বলেন, ‘রান তাড়ার ক্ষেত্রে কোহলির চেয়ে সেরা কেউ নেই। সে ফাইনালের আগে ৪৯তম ও ফাইনালে ৫০ তম সেঞ্চুরি পেয়ে গেলে অবাক হব না। এটা তার কপালেই লেখা আছে বলে মনে করি। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই লিখেছিলাম, বড় খেলোয়াড়রা বড় মঞ্চে পারফর্ম করেই। এটাই তাদের জাত চিনিয়ে দেয়। ফুটবলের দিকে তাকান, লিওনেল মেসিকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততেই হতো এবং সে সেটা করে দেখিয়েছে। বিরাট বিশ্বকাপ আগেই জিতেছেন কিন্তু মনে হচ্ছে এবাএ শেষ পর্যন্ত একাই এগিয়ে নিবেন।’
একমাত্র দল হিসেবে এবারের বিশ্বকাপে অপরাজিত ভারত। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং; তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করছে তারা। এমন অপ্রতিরোধ্য দলকে কীভাবে থামাবে বাকিরা? – এমন প্রশ্ন তুলছেন ভন। তিনি বলেন, ‘আমি জানতে চাই, তাদের (ভারত) কীভাবে থামানো যাবে? এই মুহূর্তে আমি সে সুযোগ দেখছি না। হ্যাঁ, দ্রুত উইকেট নিতে পারেন। কিন্তু পিচ থেকে খুব একটা সুবিধা নিতে পারবেন না। তাহলে কীভাবে দ্রুত ৩-৪ উইকেট নেবেন? অস্ট্রেলিয়া সেটা করতে পারে, চেন্নাইয়ে তারা দ্রুত তিনটি উইকেট নিয়েছিলও। আর কেউ এটা করতে পারবে বলে মনে হয় না।’
এদিকে অজি কিংবদন্তি গিলক্রিস্ট মনে করেন, কোহলির সেরাটা এখনও দেখানো বাকি, ‘কোহলি বিশ্বকাপে এখনও তার সেরাটা দেখাননি। একদম পোলিশ করা যন্ত্রের মতো সে। সে এখনও নিজের সেরাটা দেখায়নি।’