Homeখেলাবুধবার ভোরে মাঠে নামছে মেসি-নেইমাররা

বুধবার ভোরে মাঠে নামছে মেসি-নেইমাররা

বিশ্বকাপে বাছাইপর্বে কনমেবল অঞ্চলের চতুর্থ রাউন্ডের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। স্তাদিও নাসিওন্যাল অ্যারেনায় ম্যাচ শুরু বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টায়। এ ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে শুরুর একাদশে থাকছেন লিওনেল মেসি। এর আগে সকাল ৬টায় হাইভোল্টেজ আরেক ম্যাচে মন্তেভিডিওতে জয়ের খোঁজে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে।

বুয়েন্স এইরেসে আরও একটা প্রত্যাশার গল্প। বিশ্বচ্যাম্পিয়নের তাজ যাদের মাথায় বিশ্বকাপ বাছাইয়ের গেলো তিন ম্যাচে জয় পেলেও সেই দলটাকে খুঁজে পাওয়া যায়নি প্রবলভাবে। চতুর্থ রাউন্ডে প্রতিপক্ষ পেরু। পয়েন্ট টেবিলের তলানীর দল হলেও প্রস্তুতিতে কোনো ছাড় দেয়নি তারা।

প্যারাগুয়ের বিপক্ষে ৪-৩-৩ ফর্মেশনে আগের ম্যাচে শুরুর একাদশে ছিলেন না প্রাণ ভ্রমরা লিওনেল মেসি। তবে এ ম্যাচের শুরুর একাদশেই তাকে খেলানোর ইঙ্গিত স্ক্যালোনির। সেক্ষেত্রে নিকোলাস গঞ্জালেসের জায়গা হতে পারে সাইটবেঞ্চে। সাইটবেঞ্চে থাকতে পারেন ক্রিস্তোফার গঞ্জালেসেও।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে আলবিসেলেস্তেদের রণকৌশলেও আসতে পারে পরিবর্তন। মধ্যমাঠে দেখা যাবে ম্যাক অ্যালিস্টার, ডি পল, এনজো ফার্নান্দেসকে। আক্রমণে লিওর সঙ্গী লাউতারো এবং হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বলেন,

পেরুর বিপক্ষে তাদের সমর্থকদের সামনে খেলাটা কখনই সহজ নয়। তবে দলের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছেলেরা জয়ের মধ্যেই আছে। মেসি ঠিক আছে এবং এই ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সে ক্লান্ত নয় এখনও খেলাটা উপভোগ করছে, এটাও গুরুত্বপূর্ণ।

আর্জেন্টিনার মতো অবশ্য অতটা স্বস্তিতে নেই ব্রাজিল। ঘরের মাঠে আগের ম্যাচে পুঁচকে ভেনেজুয়েলার বিপক্ষে যে জয় পাওয়া হয়নি তাদের। তার ওপর সমর্থকদের রোষানলে পড়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন নেইমার।

সাম্প্রতিক সময়েও নেইমারের খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। অবশ্য এই ইস্যুতে কোচ আর সতীর্থদের পাশেই পাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজ বলেন,

সবাই নেইমার হতে পারে না। এটা দু:খজনক যে ব্রাজিল দলে তার নিবেদন নিয়ে প্রশ্ন করা হয়। অবশ্য উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে আমরা এসব বিষয় আমলে নিচ্ছি না। আমরা জানি ওরা কেমন দল। ওদের শক্তিমত্তা কিংবা দুর্বলতাও জানি। ম্যাচটা কঠিন হলেও জয়ের ব্যাপারে দল আশাবাদী।

অন্যদিকে জয় দিয়ে শুরু করা উরুগুয়ে শেষ দুই ম্যাচেই খুঁইয়েছে পয়েন্ট। তবুও বিয়েলসার এই দলটার জন্য স্বস্তির খবর দারউইন নুনেজের গোলে ফেরা।

Exit mobile version