জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে নির্বাচন ভবনে সম্প্রীতি বাংলাদেশের ১২ সদস্যের একটি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে। এ সময় জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসির কাছে ৪টি প্রস্তাব তুলে ধরে সংগঠনটির সদস্যরা।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নির্বাচনে ধর্মীয় নিরাপত্তা নিশ্চিতসহ তরুণ ভোটারদের ভোটে উৎসাহিত করা।
এ সময় নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম গণমাধ্যমেকে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হবার পরিস্থিতি হয়নি। তবে নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত বা সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকি তৈরি হলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।
এদিকে আহ্বায়ক সম্প্রীতি বাংলাদেশ-এর পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন এলেই ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়তে হয়। এই চিন্তা দূর করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি।