মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর মান্দায় পশ্চিম নুরুল্যাবাদ গ্রামের মৃত শুকুর আলীর পারিবারিক জমি জোতবাজার ব্রিজের যায়গা অধিগ্রহনের টাকা প্রাপ্তি থেকে প্রশাসন বঞ্চিত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় তার নিজ বসত বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্যে দেন মোছাঃ মরিয়ম বেগম, আব্দুল ওয়াহেদ সরদার, মোছাঃ সুমনা খাতুন, মোঃ সিয়াম হোসেন প্রমূখ।
বক্তারা বক্তব্যে জানান, জোতবাজার নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের নোটিশ আসে। কিন্তু ওই জমি নিয়ে আমাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসতেছিল। সেই জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে। কিন্তু আদালতের রায় না হলেও গত দুইদিন পূর্বে প্রতিপক্ষকে জমি অধিগ্রহণের চেক হস্তান্তরের কথা জানতে পারি। আদালতে মামলা চলমান অবস্থায় কি করে একপক্ষকে চেক হস্তান্তর করা হয়। তাই পুনরায় সঠিক তদন্ত করে ও আদালতের রায় প্রকাশের মাধ্যমে অধিগ্রহণের অর্থ সঠিক মালিকের হাতে হস্তান্তরের আহ্বান জানান ভুক্তভোগী পরিবার।