শাহ মোঃ আব্দুল মোমেন, রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি।।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইমান আলী।
আসন্ন দুর্গাপুজায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এ নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করেন থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মোজাফফর হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মাহমুদা আক্তার স্মৃতি ভাইস চেয়ারম্যান ,সহকারী কমিশনার (ভুমি)মো:জিন্নাতুল ইসলাম,বন্দবেড় ইউপি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের সরকার,রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আ:রাজ্জাক,রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা,সিনিয়র সাংবাদিক এসএম সাদিক হোসেন ভোলা,সাংবাদিক এস,এম,এ মোমেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরেশ সাহা,রৌমারী বাজার পূজা মণ্ডপের সভাপতি দিলীপ কুমার দাস,সাধারণ সম্পাদক আশিষ সাহা,নমদাস পাড়া পূজামণ্ডপের সভাপতি দুলাল দাস, সাধারণ সম্পাদক জগানন্দ দাস,নিতাই দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভায় বক্তাগণ সাম্প্রদায়িক সম্পীতি বাজায় রাখতে পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানো, স্বেচ্ছাসেবক রাখা, উচ্চ শব্দে গান বাজানো বন্ধ রাখাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় ঐ জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান। উল্লেখ যে,এবার রৌমারী উপজেলার ৬টি পূজা মণ্ডপে শারদীয়া দুর্গাউৎসব অনুষ্ঠিত হবে।