ভারতে বসেছে এবারের অলিম্পিক কমিটির অধিবেশন। সেই অধিবেশনেই ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করার আগ্রহ দেখিয়েছে তারা।
৪০ বছর পর ভারতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন হচ্ছে। সেই অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩৬ সালের অলিম্পিকে বিড করার কথা জানিয়েছেন। শুধু ২০৩৬ সালের অলিম্পিকেই না, ২০২৯ সালের যুব অলিম্পিক আয়োজনের জন্যও প্রতিযোগিতা করতে চায় তারা।
অধিবেশনে মোদি বলেন, ‘ভারত অলিম্পিক আয়োজনে আগ্রহী। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য যথাসাধ্য চেষ্টা করব। এটাই ভারতবাসীর স্বপ্ন। সবার সমর্থন নিয়ে এই স্বপ্ন সত্যি করার চেষ্টা করব। ২০২৯ সালের যুব অলিম্পিক আয়োজনেরও চেষ্টা থাকবে। আমি নিশ্চিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকে এ ব্যাপারে সমর্থন পাব।’
মোদি বলছেন, তার দেশ বিগত কয়েক বছরে ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। এর পেছনে যাদের অবদান, তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘খেলায় কেউ হারে না, কেউ জেতে না, সবাই কিছু না কিছু শেখে। গত কয়েক বছরে ভারতে খেলার আগ্রহ অনেক বেড়েছে। ক্রীড়াক্ষেত্রে যারা ভালো করছে তাদের সবাইকে শুভেচ্ছা।’