প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমা করতে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। রোববার (৮ অক্টোবর) রাতে ‘দরদ’ সিনেমায় অফিশিয়ালি চুক্তিবদ্ধ হন তিনি।
এদিকে সোমবার (৯ অক্টোবর) নির্মাতা অনন্য মামুন নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি জানান, ‘দরদ’ সিনেমায় ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউড অভিনেতা রাহুল দেব।
এ ছাড়া ‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। এ সিনেমায় আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।
আগামী ২০ অক্টোবর ভারতের বেনারসে অনন্য মামুন পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হবে।
এ ছাড়া চুক্তির দিনেই জানা গেছে, বিগ বাজেটের এই ছবি ঈদ ছাড়াই পর্দায় আসবে। যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি, তাই ঈদ ছাড়াই বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানান অনন্য মামুন।
নির্মাতা অনন্য মামুন আরও জানান, আগামী বছর ভ্যালেন্টাইন ডে-তে সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে তৈরি হতে যাওয়া ‘দরদ’ মুক্তি পাবে।
‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।
এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’তে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা রাহুল দেব।