বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের মুটিয়ে যাওয়ার পেছনের কারণ মাতৃত্ব। সম্প্রতি এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে। এয়ারপোর্টে এক কিশোরীর সঙ্গে বিদ্যা বালানের কিছু মুহূর্ত নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরই এ গুঞ্জনের জন্ম। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
পরিচালক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবন পার করছেন বিদ্যা। কিন্তু মিডিয়ায় এখনও তাদের প্রকাশ্যে আসেনি কোনো সন্তানের কথা। সন্তান নেই নাকি থাকার পরও তা মিডিয়া থেকে লুকিয়ে রেখেছেন এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।
নেটিজেনদের এমন প্রশ্ন তৈরি হওয়ার পেছনে রয়েছে সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। বিদ্যার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার ওই ভাইরাল ভিডিওতে কী ছিল?
বিদ্যাকে ওই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি মেয়ের সঙ্গে মাতৃসুলভ আচরণ করতে। এয়ারপোর্ট থেকে একই গাড়িতে একসঙ্গে বিদ্যা আর ওই কিশোরী মেয়েকে অনেক স্থানে দেখা গেছে। নেটদুনিয়ায় এমন ভিডিও প্রকাশের পর গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনেত্রীর সঙ্গে থাকা ওই কিশোরী তার সন্তান।
এদিকে ভাইরাল ভিডিওতে নেটিজেনদের মন্তব্য, বিদ্যার মুটিয়ে যাওয়ার রহস্য জানা গেল। তাহলে কি সত্যি মা হয়েছেন বিদ্যা?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘আমার মা হওয়ার গুঞ্জন শুনেছি। কিন্তু আফসোস, আমি মা হইনি। এটা আমার বোনের মেয়ে।’
সাক্ষাৎকারে বিদ্যা আরও বলেন, ‘আমার বোনের জমজ ছেলে-মেয়ে। একজনের নাম রুহান আর অন্যজন ইরা। এয়ারপোর্টে আপনারা আমাকে ইরার সঙ্গেই দেখেছেন। সম্পর্কে খালা হলেও আমি ওদের খুব ভালোবাসি।’
বিদ্যার মুখে এমন খবর শুনে অবাক হয়েছেন অনেক নেটিজেন। কেউ কেউ হয়েছেন হতাশও। কারণ ব্যক্তি জীবনে কবে সত্যি সত্যি নায়িকা মা হবেন এমনটাই এখন প্রশ্ন বিদ্যা ভক্ত ও শুভাকাঙিক্ষদের।