অরিজিৎ সিং একজন বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী এবার ঢাকাই সিনেমায় গান গাইবেন।
জানা গেছে, এরমধ্যে ঢাকাই সিনেমার গানে তিনি কণ্ঠ দিয়েছেন। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এর আগে ‘ঢাকা অ্যাটাক’র ‘টুপ টাপ’ গানটি গেয়েছেন। জনপ্রিয় হয়েছিল বেশ।
এবার জেএম ফিল্মস প্রযোজিত ‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ সিনেমায় অরিজিৎ গান গাইবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা মো. জাকারিয়া মাসুদ।
সিনেমাটির পরিচালক বলেন, ‘গান নিয়ে সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই ভারতে গিয়ে তার সঙ্গে চুক্তিস্বাক্ষর করা হবে।’
‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ সিনেমাটির শুটিং নভেম্বর থেকে শুরু হবে। শুটিং এর আগে গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করা হবে।
উল্লেখ্য, অরিজিৎ সিং ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। সেখান থেকেই তিনি সবার নজরে আসেন।