ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরাইলের আরও ১৬ জন সেনা নিহত হয়েছে। এ নিয়ে ফিলিস্তিন-হামাসের যুদ্ধে ইসরাইলের ৭৩ জন সেনার মৃত্যু হলো।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে লড়াইয়ে নিহত আরও ১৬ জন সেনার নাম প্রকাশ করেছে ইসরাইলি আর্মি। এক এক্স ( সাবেক টুইটার) পোস্টে এই তথ্য জানিয়ে ইসরাইলি আর্মি লিখেছেন, নিহতদের পরিবারকে তাদের (সেনাদের) মৃত্যুর খবর দেয়া হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। এতে এখন পর্যন্ত ৭০০ জন ইসরাইলি নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত ২ হাজার ৩০০ জন। হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে গাজায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে চলমান সংঘাতে ইসরাইলকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বিভিন্ন যুদ্ধাস্ত্র, ফাইটার জেট ও রণতরী পাঠাবে দেশটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলকে সহায়তা করতে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির কাছাকাছি একাধিক সামরিক জাহাজ এবং যুদ্ধ বিমান পাঠাবে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে, হামাসের সর্বশেষ হামলাটি ইসরাইল-সৌদি আরব সম্পর্ককে ব্যাহত করতে চালানো হয়েছে।