বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’র সিনেমার ব্যাপক সাফল্যের পরে এবার অধীর আগ্রহে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষা করছে ভক্তরা। শোনা যাচ্ছে বলিউড বাদশার জন্মদিনেই নাকি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি দেয়া হবে সিনেমাটি।
সম্প্রতি গিরিশ জোহার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ একটি পোস্ট করেন। পোস্টে তিনি নিশ্চিত করেন আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে ওটিটিতে প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শক ‘জওয়ান’ সিনেমাটি দেখতে পাবে। তবে সিনেমাটি মুক্তির বিষয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।
এদিকে ৩৩ দিনে প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ সিনেমাটি শুধুমাত্র ভারতেই ৬১৪ কোটি রুপি আয় করেছে। এ ছাড়া নেটফ্লিক্সে ২৫০ কোটি টাকার একটি চুক্তি করা আছে।
মুক্তির আগে থেকেই সিনেমাটির ওটিটি স্বত্ব কেনার জন্য লড়াই করছিলেন বেশ কয়েকটি ওটিটি জায়ান্ট। শেষ পর্যন্ত ২৫০ কোটি রুপিতে সিনেমাটির ওটিটি স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩০ কোটি। এটিই বলিউড সিনেমার ইতিহাসে সর্বোচ্চ এবং ভারতীয় সিনেমায় দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। এর আগে প্যান ইন্ডিয়া সিনেমা ‘কেজিএফ ২’ সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিও কিনেছিল ৩২০ কোটি রুপিতে।
‘জওয়ান’ সিনেমার নির্মাতা অ্যাটলি কুমার জানিয়েছেন, প্রেক্ষাগৃহে ‘জওয়ান’-এর যে ভার্সন দর্শক দেখেছে, তার চেয়ে খানিক অন্যরকম হবে ওটিটি ভার্সন। কেননা প্রেক্ষাগৃহে প্রচারের আগে একাধিক দৃশ্যে কাঁচি চালিয়েছেন পরিচালক। তবে ওটিটি ভার্সনে যোগ হবে সেইসব দৃশ্য। প্রেক্ষাগৃহের রানটাইমের চেয়েও ২০ মিনিট বেশি থাকবে ওটিটিতে।
গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। ঝড় তুলে বিশ্বব্যাপী ১১০০ কোটির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। এখন অপেক্ষা ওটিটিতে ‘জওয়ান’ ঝড়ের।
এর আগে গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী একযোগে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ সিনেমাটি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নয়নতারা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জিতা, লেহের খান, সঞ্জয় দত্ত, সুনীল গ্রোভার প্রমুখ।