দক্ষিনী সিনেমার চর্চিত জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তাদের বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। তবে এখনও কি প্রাক্তন স্ত্রী সামান্থাকে ভুলতে পেরেছেন নাগা?
জনপ্রিয় দক্ষিণী অভিনেতার বিভিন্ন পোস্টে ফিরে ফিরে আসছেন সামান্থা! যদিও বিচ্ছেদের পর নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন অভিনেত্রী। অন্য দিকে নাগার জীবনে এসেছেন নতুন সঙ্গি।
এদিকে অভিনেত্রীর নামের সংগেও জড়িয়েছে অন্য নাম। তার মাঝে আচমকা সামান্থা-নাগার সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন।
সামান্থা ও নাগা বিয়ের পর একটি কুকুর দত্তক নেন। যার নাম হ্যাশ। তাদের বিচ্ছেদের পর হ্যাশকে বিভিন্ন সময় সামান্থার সঙ্গেই দেখা গিয়েছে। যদিও মাঝে মধ্যে দেখা শোনা করতেন নাগাও। এ বার অভিনেতার গাড়িতে সামান্থার পোষ্যকে দেখে অনুরাগীরা ধরে নিয়েছেন আবারো এক হচ্ছেন দুই তারকা।
বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় তাদের সম্পর্ক। তবে একটা সময় তিক্ততা থাকলেও সাম্প্রতিক কালে একে অপরের প্রশংসাই করতে শোনা গিয়েছে তাদের।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে নাগা চৈতন্য বিয়ে করেন সামান্থা রুথ প্রভুকে। কিন্তু ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় এ দম্পতির।