সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।
পঞ্চগড়ে খারেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসুচির অ্ংশ হিসেবে সোমবার বিকালে এ কর্মসুচির আয়োজন করে দলটি। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয় তারা।এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা ছোট ছোট মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হয়ে।
সমাবেশে বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ন আহবায়ক এ্যাড মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক এ্যাড.আদমসুফী প্রমূখ।বক্তারা অবিলম্বে আওয়ামী সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। এ সময় দলের অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।