ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরাইলের সামরিক বাহিনীর এক ব্রিগেড কমান্ডার নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ তথ্য জানিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্রিগেড কমান্ডার হলেন লেফটেন্যান্ট কর্নেল জনাথন স্টেইনবার্গ। ৪২ বছর বয়সী এ কমান্ডার দেশটির সামরিক বাহিনীর নাহাল ব্রিগেডের দায়িত্বে ছিলেন। ব্রিগেডটি ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান পদাতিক শাখা। শনিবার (৭ অক্টোবর) হামাস যোদ্ধাদের গুলিতে নিহত হন স্টেইনবার্গ।
ইসরাইলের সামরিক বাহিনী বার্তায় বলেন, ইসরাইলের দক্ষিণাঞ্চলের কেরেম সালম এলাকার কাছে গুলিবিদ্ধ হয়ে নাহাল ব্রিগেডের কমান্ডার স্টেইনবার্গ নিহত হয়েছেন। সেখানে নাহাল ব্রিগেডের সেনাদের সঙ্গে হামাস সদস্যদের গোলাগুলি চলছিল। একপর্যায়ে হামাসের গুলিতে তিনি নিহত হন।
স্টেইনবার্গ ছাড়াও সেখানে ইসরাইলি আরও সেনা হতাহত হয়েছেন কিনা, তা এক্স বার্তায় উল্লেখ করা হয়নি। ওই এলাকায় কতজন হামাস সদস্য ছিলেন কিংবা স্টেইনবার্গের অধীনে কতজন ইসরাইলি সেনা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইসরাইল ডিফেন্স ফোর্সেসের মুখপাত্রও বলেছেন, কেরেম সালম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে নাহাল ব্রিগেডের কমান্ডার স্টেইনবার্গ নিহত হয়েছেন।
এদিকে, হামাসের আকস্মিক রকেট হামলায় এখন পর্যন্ত ২৫০ ইসরাইলি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দেড় হাজার, যার মধ্যে অন্তত ২৭০ জনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় গাজায় ২৩২ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ হামলায় আহত হয়েছেন ১ হাজার ৬৯৭ জন, যার বেশিরভাগের অবস্থাই গুরুতর।