ইসরাইল ও ফিলিস্তিনের হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এখন পর্যন্ত এই সংঘাতে নিহত হয়েছেন পাঁচশতাধিক। নিহতদের মধ্যে অন্তত ২৫০ জন ইসরাইলি এবং ২৩২ জন ফিলিস্তিনি রয়েছে। এছাড়াও ইসরাইলের বেশ কয়েকজন বেসামরিক ও সেনাসদস্যকে বন্দী করেছে হামাস।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ইসরাইল ডিফেন্স ফোর্সের প্রধান মুখপাত্র রেয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে হামাসের হাতে সেনাদের বন্দী হওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, হামাসের সদস্যরা ইসরাইলি বেসামরিক ও সেনাসদস্যদের বন্দী করে গাজা উপত্যকায় নিয়ে গেছে। তবে কতজনকে বন্দি করা হয়েছে তা জানাননি তিনি।
তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ জনেরও বেশি ইসরাইলিকে বন্দী করেছেন হামাসের সদস্যরা।
অন্যদিকে টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে ভাইরাল বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যরা বেশ কয়েকজন ইসরাইলি নাগরিককে বন্দী করে নিয়ে যাচ্ছেন। অ্যারাবিক মিডিয়ার বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৫২ জন ইসরাইলিকে বন্দী করা হয়েছে। বন্দীদের মধ্যে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বন্দী ও হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি ইসরাইলি সামরিক বাহিনী।
এদিকে জিম্মি করা ইসরাইলিদের বিনিময়ে দেশটির কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন হামাসের এক শীর্ষ নেতা। তিনি বলেছেন, তারা এই অতর্কিত হামলায় যথেষ্ট পরিমাণ ইসরাইলি সেনাকে বন্দী করেছেন, যা ইসরাইলে বন্দী সব ফিলিস্তিনিকে মুক্ত করতে যথেষ্ট।
হামাসের পলিটিক্যাল ব্যুরোর ডিপুটি চিফ সালেহ-আল- অরুরি বলেছেন, ‘আমরা বহু ইসরাইলি সেনাদের হত্যা ও বন্দী করেছি। যুদ্ধ চলবে।’
তিনি আরও বলে, ‘ফিলিস্তিনি বন্দীরা ইসরাইলের কারাগারে আছে। আমাদের কাছে যে পরিমাণ ইসরাইলি সেনা বন্দী আছে তার বিনিময়ে তারা আমাদের সব সেনাদের ছেড়ে দিক। যুদ্ধ যত বাড়বে বন্দীর সংখ্যা আরও বেশি হবে।’ তবে কতজন ইসরাইলিকে বন্দী করেছেন এ বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।
কারবান্দিদের অধিকার নিয়ে কাজ করা এনজিও অ্যাডামিরার তথ্যানুসারে, ইসরাইলের জেলে ৫ হাজার ২০০ জন ফিলিস্তিনি বন্দী আছেন। তাদের মধ্যে ৩৩ জন নারী এবং ১৭০ জন শিশু।
এদিকে শনিবার হামাসের আকস্মিক রকেট হামলায় এখন পর্যন্ত ২৫০ ইসরাইলি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দেড় হাজার, যার মধ্যে অন্তত ২৭০ জনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় গাজায় ২৩২ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ হামলায় আহত হয়েছেন ১ হাজার ৬৯৭ জন, যার বেশিরভাগের অবস্থাই গুরুতর।
নজিরবিহীন হামলায় ব্যাপক হতাহতের ঘটনার পর যুদ্ধ ঘোষণা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরাইলে অনুপ্রবেশকারীদের নির্মূল করার হুঁশিয়ারি দেন। একইসঙ্গে ইসরাইলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন নেতানিয়াহু। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এবং বেনি গানতজকে নিয়ে জরুরিকালীন জাতীয় সরকার গঠনের আহ্বান জানান তিনি।