আফগানিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলে দফায় দফায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০০ জনে দাঁড়িয়েছে।
রোববার (৮ অক্টোবর) দেশটির সরকারের মুখপাত্র বিলাল কারিমি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
বিলাল কারিমি বলেছেন, ‘দূর্ভাগ্যবশত ভূমিকম্পে নিহতের সংখ্যা অনেক বেশি। নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারারাত ধরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নীচে চাপাপড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করেছে। তাদের অনুসন্ধান এখনো অব্যাহত আছে।
এদিকে দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার ( ৭ অক্টোবর) সকালে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের পর চারটি বড় ধরনের আফটারশক হয়েছে।
ইউএসজিএসের তথ্যানুযায়ী, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে।
এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯ মাত্রার চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।