জাকারিয়া শেখ, ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনি ধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি সদস্য সহ-তার পরিবারের নামে কোন রকম পুলিশি তদন্ত ছাড়া মিথ্যা মামলা রেকর্ড করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। শনিবার সকাল ১১ টায় উপজেলা খড়িবাড়ী বাজারে দুই শতাধিক এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী হোসাইনুর শেখ বুলবুল শেখ, রতিকান্ত আব্দুল আজিজ জানান,ইউপি সদস্য মমিনুল ইসলাম একজন ভালো মানুষ,কোন প্রকার পুলিশি তদন্ত ছাড়া ফুলবাড়ী থানায় ইউপি সদস্য ও পরিবারের বিরুদ্ধে মিথ্যে ও হয়রানিমূলক মামলা রেকর্ড হাওয়ায় আমরা এর তীব্র নিন্দা জানাই।
উল্লেখ্য মামলার এজাহার সূত্রে জানাযায়,গত-০৫ (অক্টোবর) পারিবারিক কলহের জেরে প্রতিহিংসার বসবর্তি হয়ে প্রতিবেশী মোঃ আব্দুল জলিল বাদী হয়ে নির্বাচিত ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম সহ তার পরিবারের নামে ফুলবাড়ী থানায় একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেন। সেটি কিনা কোন প্রকার পুলিশী তদন্ত ছাড়া মামলা রজু হয়েছে বলে ইউপি সদস্য ও তার পরিবার অভিযোগ করেন। আরো জানান বাদী আব্দুল জলিল গংদের বিরুদ্ধে জমি জমা বিষয়ে গত এক মাস আগে একটি মামলা দায়ের করেন, সেই মামলা থেকে বাঁচতে এই মিথ্যে মামলাটি দায়ের করা হয়।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুত্তাকিন জানান,মামলাটি রেকর্ড করার পর আমাকে তদন্তের জন্য দিয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, দুপক্ষের মামলা রয়েছে তদন্ত অনুযায়ী রিপোর্ট দেয়া হবে।