সবশেষ গত ২১ সেপ্টেম্বর মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। এরপর পায়ের পুরনো চোটে ছিলেন না ইন্টার মায়ামির শেষ চার ম্যাচে। কবে ফিরবেন তারও নেই নিশ্চয়তা। তবু তাকে রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্যারাগুয়ে ও পেরুর ম্যাচকে সামনে রেখে ৩৪ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া।
তবে দলের প্রাণভোমরা মেসি খেলতে পারবেন কিনা সে নিশ্চয়তা না থাকলেও তাকে দলে রেখেছেন আর্জেন্টাইন কোচ। ইন্টার মায়ামির হয়ে সবশেষ ২১ সেপ্টেম্বর মেজর সকার লিগে খেলেছিলেন মেসি। সে ম্যাচে টরোন্টোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল মায়ামি। এরপর আর্জেন্টাইন তারকা চোটে পড়লে তাকে ছাড়াই চার ম্যাচ খেলতে নামে মায়ামি। যার একটিতেও জয় পায়নি যুক্তরাষ্ট্রের ক্লাবটি। হেরে যায় ইউএস ওপেনের ফাইনাল।
এদিকে আর্জেন্টিনার হয়ে সবশেষ ৮ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিলেন এমএলটেন। সে ম্যাচে দারুণ এক ফ্রি-কিকে জিতিয়েছিলেন তিনি। তবে খেলেননি বলিভিয়ার বিপক্ষে ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ে আলবিসেলেস্তেদের পরের দুই ম্যাচ ১৩ অক্টোবর প্যারাগুয়ে আর ১৮ অক্টোবর পেরুর বিপক্ষে।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুস্সো, ওয়াল্তার বেনিতেজ ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হেরমান পেজ্জেল্লা, গনজালো মন্তিয়েল, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, লুকাস এসকিভেল, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, মার্কো পেল্লেগ্রিনো ও মার্কোস অ্যাকুনা।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, গিদো রদ্রিগেস, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এক্সেকিয়েল পালাসিওস, ব্রুনো জাপেল্লি ও জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: লুকাস বেলত্রান, নিকোলাস গনজালেজ, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো, লিওনেল মেসি, কার্লোস আলকারাজ, থিয়াগো আলমাদা, পাওলো দিবালা, ফাকুন্দো ফারিয়াস ও লুকাস ওকাম্পোস।