ঠাকুরগাঁও প্রতিনিধি-
“টেকসই উন্নয়ন, শিক্ষকদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে প্রতিষ্ঠানের ব্যানারে বর্ণাঢ্য র্যালী ও পরে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রেখেছেন, ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ মাকসুদুর রহমান, নন টেক বিভাগীয় প্রধান আলতাফ হোসেন, শাহজাগান আলী, কম্পিউটার বিভাগীয় প্রধান মোমিনুল ইসলাম, আর কে টেকচার ট্যাকনোলজি বিভাগীয় প্রধান, সঞ্জয় বনিক, আরএসি বিভাগীয় প্রধান মেহেদী হাসান প্রমুখ।