Homeঅর্থনীতিপাঁচ বছরে বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য ১৪ বিলিয়ন ডলারে উন্নীত

পাঁচ বছরে বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য ১৪ বিলিয়ন ডলারে উন্নীত

বিগত পাঁচ বছরে বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য ৭ বিলিয়ন ডলার থেকে ১৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (৪ অক্টোবর) রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন,

গত পাঁচ বছরে বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য ৭ বিলিয়ন ডলার থেকে ১৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ভারতীয় রুপিতে মূল্য পরিশোধের সুবিধা উভয় দেশের মধ্যে বাণিজ্য সামনের দিনে বাড়বে বলে বিশ্বাস করি।

তিনি বলেন, ‘বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে এবং নতুন কার্গো তৈরি করা হচ্ছে, যা বাণিজ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে। তা ছাড়া আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া উন্নয়ন করছি।’

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন প্রণয় ভার্মা।

এ ছাড়া ভিসা ব্যবস্থা সহজ করতে কাজ করা হচ্ছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন,

ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেয়ার কথা চিন্তা করছে ভারত।

Exit mobile version