পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেয়ার পর কিছুদিন ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। এরপর হিলালের হয়ে মাঠে নেমে নিজের সেরাটা দিতে পারছিলেন না ব্রাজিলিয়ান এ তারকা। এরপর নেইমারকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা। এবার সেই সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি। মঙ্গলবার (৩ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-হিলালের হয়ে প্রথম গোলের দেখা পেলেন নেইমার। সঙ্গে তার দলও জিতেছে সহজেই।
মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব নাসাজি মাজানদারানের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমারের দল আল-হিলাল। অ্যাওয়ে ম্যাচটি আল-হিলাল জয় পেয়েছে ৩-০ গোলে। আল-হিলালের হয়ে গোল করেছেন আলেকসান্ডার মিত্রোভিচ, নেইমার জুনিয়র এবং সালেহ আল-শেহরি। এর আগে, এ লিগের প্রথম ম্যাচে নাভবাহোরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আল-হিলাল।
এদিন ম্যাচের ১৮ মিনিটেই লিড পেয়ে যায় আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আল-হিলাল। মোহাম্মদ আল বুরায়েকের বাড়ানো বলে জাল খুঁজে নেন মিত্রোভিচ। এই ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল হিলাল।
এরপর দ্বিতীয়ার্ধে একইভাবে দাপট ধরে রাখে সৌদি ক্লাবটি। সেই ধারাবাহিকতায় ৫৮ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান নেইমার। ম্যাচটি ২-০ তেই শেষ হতে যাচ্ছিল, তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তৃতীয় মিনিটে আল-হিলালের হয়ে ব্যবধান বাড়িয়ে দেন সালেহ আল-শেহরি।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আল-হিলাল। সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নাভবাহোর।