চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাজারের ব্যাগ থেকে ২০ কেজি ওজনের রুপার গয়না উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীকে আটক করা হয়।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণপুর গ্রাম থেকে ওই রুপার চালানটি উদ্ধার করা হয়। ওই রুপার গয়নার বাজার মূল্য প্রায় ২০ লাখ ৬৪ হাজার টাকা বলে জানায় পুলিশ।
আটক নারীর নাম শাহানাজ খাতুন। তিনি দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের রুস্তম আলির স্ত্রী।
এ বিষয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, দামুড়হুদা থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিষ্ণপুর গ্রামে রুস্তম আলির বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর বাজার করার একটি ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। ওই বান্ডিলের ভেতর থেকে ২০ কেজি ওজনের রুপার গয়না পাওয়া যায়। এ সময় ওই নারীকেও আটক করা হয়।
এ ঘটনায় দামুড়হুদা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে একজনের নামে মামলা দায়ের করেন। উদ্ধার হওয়া রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।