Homeআন্তর্জাতিকট্রুডোর পদক্ষেপকে বাকস্বাধীনতা চূর্ণের চেষ্টা বলে মাস্কের কটাক্ষ!

ট্রুডোর পদক্ষেপকে বাকস্বাধীনতা চূর্ণের চেষ্টা বলে মাস্কের কটাক্ষ!

অনলাইন স্ট্রিমিং পরিষেবাগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘নিয়ন্ত্রণ’ করার জন্য সরকারি নিবন্ধন বাধ্যতামূলক করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্রডো। ‘বাকস্বাধীনতা চূর্ণ’ করার অভিযোগ এনে ট্রুডো সরকারের এমন পদক্ষেপকে কটাক্ষ করেছেন টেসলার সিইও ইলন মাস্ক।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান সাংবদিক ও লেখক গ্রিনওয়াল্ড তার নিজস্ব এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন, ‘কানাডা সরকার অনলাইন স্ট্রিমিং পরিষেবাগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘নিয়ন্ত্রণ’ করার জন্য সরকারি নিবন্ধন বাধ্যতামূলক করেছেন। কানাডা সরকারের  এ পদক্ষেপ বিশ্বের অন্যতম নিপীড়নমূলক অনলাইন সেন্সরশিপ স্কিমগুলোর একটি।’

গ্রিনওয়াল্ডের এ পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে ইলন মাস্ক মন্তব্য করেছেন: ‘ট্রুডো কানাডার বাকস্বাধীনতাকে চূর্ণ করার চেষ্টা করছে। এটা লজ্জাজনক।’

তবে ট্রুডো সরকারের বিরুদ্ধে যে এ প্রথম বাকস্বাধীনতা খর্ব করার অভিযোগ আনা হয়েছে, তা নয়। এর আগেও গত বছরের ফেব্রুয়ারি মাসে ট্রাকার বিক্ষোভের সময় ট্রুডো জরুরি ক্ষমতা প্রয়োগ করেছিল।

সর্বশেষ খবর