ইউরোপের দ্বিতীয় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লিগ বলা হয় স্প্যানিশ লিগ লা লিগাকে। তা কেন বলা হয়, রোববারের (১ অক্টোবর) অ্যাতলেটিকো মাদ্রিদ এবং কাদিজের মধ্যকার ম্যাচ আবারও প্রমাণ দিল। ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও, শেষ পর্যন্ত কাদিজের বিপক্ষে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিমিওনের দল।
লা লিগায় তিনটি দলের উপর বেশি নজর থাকে সমর্থকদের। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার পরই স্প্যানিশ লিগে তৃতীয় সেরা ক্লাব ধরা হয় অ্যাতলেটিকো মাদ্রিদকে। রোববার সিভিটাস মেট্রোপলিটানোতে কাদিজকে স্বাগত জানিয়েছিল অ্যাতলেটিকো। তবে সেই ম্যাচে ৩০ মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়ে তারা।
দুই সপ্তাহ আগেই মাদ্রিদ ডার্বিতে দাপুটে জয় পাওয়া অ্যাতলেটিকো ম্যাচের ১২ মিনিটে কাদিজের ফুটবলার লুকাস পিরেজের গোলে পিছিয়ে পড়ে। এরপর ম্যাচের ২৭ মিনিটে আবারও গোল করে কাদিজ। এবারের স্কোরার রজার মাত্রি। তবে প্রথম হাফ শেষ হওয়ার আগেই এক গোল শোধ করে স্বাগতিকরা। ম্যাচের ৩২ মিনিটে আর্জেন্টাইন তারকা কোরেয়ার গোল দলকে কিছুটা স্বস্তি এনে দেয়।
এরপরই ম্যাচটা নিজেদের দখলে নেয় অ্যাতলেটিকো। দ্বিতীয় হাফে তো তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি কাদিজ। ম্যাচের ৪৬ মিনিটেই সমতায় ফেরে অ্যাতলেটিকো। দলের আর্জেন্টাইন ডিফেন্ডার মোলিনা দলকে সমতায় ফেরান। এরপর ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কোরেয়া। তাতে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় সিমিওনের দল।
এরপরও বেশকিছু সুযোগ পেয়েছিল অ্যাতলেটিকো। তবে গোল করতে ব্যর্থ হন গ্রিজম্যান-ডি পলরা। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো অ্যাতলেটিকো। আর ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদ।