ফুটবল খেলার মধ্যে ‘চার পায়ের সুপারস্টার’ মাঠে ঢুকে অসাধারণ ফুটবলীয় নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করার মতো ঘটনা ঘটেছে। মেক্সিকান লিগ ফুটবলে ঘটেছে আজব এই ঘটনা। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
গত ২৭ সেপ্টেম্বর রাতে মেক্সিকোর ওক্সাকা টেকনোলজিকাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আলেব্রিজেস ডি ওক্সাকা এবং ডোরাডোস ডি সিনালোয়া। ম্যাচটিতে দুই দলের খেলার বাইরে মুখ্য হয়ে উঠেছে একটি কুকুরের ফুটবল কেড়ে নেয়ার ঘটনা। বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল টপিকে পরিণত হয়েছে।
ম্যাচের শেষ মুহূর্তে যখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল, সে সময়ে মাঠে প্রবেশ করে একটি কুকুর। কুকুরটি গোলরক্ষকের থেকে বল কেড়ে নেয়ার চেষ্টা করে। সে সময়ে গোলরক্ষক না পেরে হাত থেকে ফুটবল ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে সেটিকে কামড়ে ধরে মাঠে ছুটতে শুরু করে কুকুরটি। দুই দলের খেলোয়াড়রা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। কুকুরটি সবাইকে পাশ কাটিয়ে ছুটে চলছিল আপনমনে।
এমনকি নিরাপত্তায় নিয়োজিত কর্মীরাও সেই কুকুরকে থামাতে ব্যর্থ হয়েছেন বারবার। অবশেষে কয়েকবারের প্রচেষ্টায় খেলোয়াড়দের সহায়তায় ‘চার পায়ের সুপারস্টার’কে ধরতে সক্ষম হন নিরাপত্তা কর্মীরা। এরপরে আবারও খেলা শুরু হয়।
এমন ঘটনার পরে আলেব্রিজেস ডি ওক্সাকার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, কুকুরটিকে তারা নিয়ে যেতে চায় এবং তাদের দলের সঙ্গে রাখতে চায়। ম্যাচটিতে দলটি ৪-০ গোলের জয় উদযাপনের অংশ হিসেবে একটি কুকুরের ইমোজিও ব্যবহার করেছে। যেখানে ওক্সাকা বলছে, তারা একজন নতুন স্ট্রাইকার খুঁজে পেয়েছে।