মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
নদীমাতৃক আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে নৌকা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ টি নৌকা অংশগ্রহণ করে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারুয়া ইউনিয়নের চর-ঘিকমলা ব্রিজ সংলগ্ন চিত্রা নদীতে চর-ঘিকমলা যুব সংঘ্যের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।নদীর দুই পাড় জুড়ে হাজারো দর্শক ভিড় করে।
নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি মো: আবজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নারুয়া মুনছুর আলী ডিগ্রি কলেজের প্রভাষক এ কে এম কবিরুল ইসলাম বিল্লল প্রমুখ।
প্রতিযোগি নৌকার মধ্যে নায়েব আলী বিলকাতোলিয়ার সোনার বাংলা প্রথম, ইসতাক হোসেনের সুমাইয়া এন্টারপ্রাইজ দ্বিতীয় ও বাকসাডাঙ্গা মায়ের দোয়া তৃতীয় স্থান অধিকার করেন।
প্রতিযোগিতা শেষে প্রথম ও দ্বিতীয় বিজয়ীকে ২৪ ইঞ্চি ও ২০ ইঞ্চি টেলিভিশন পুরষ্কার দেওয়া হয়। তৃতীয় স্থান অর্জন করা নৌকাকে ভ্যালেন্ডার মেশিন উপহার দেওয়া হয়।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বলেন, নৌকা বাইচ আমাদের হাজারো বছরের একটি ঐতিহ্য। তবে এখন তা বিলুপ্তির পথে। এই ঐতিহ্য ধরে রাখতে ও মানুষকে আনন্দ দিতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, অল্প কিছু দিনের মধ্যেই গড়াই নদীতে বিভিন্ন জেলার অংশগ্রহণে নৌকা বাইচের আয়োজন করা হবে।